ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাবার মরদেহ ঘরে রেখে পরীক্ষা দিয়েছেন নিলুফা ইয়াছমিন নামের এক শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা ছিদ্দিক আহমদ ও কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন ভোর ৫টায় উপজেলার রঙ্গিখালী মাদরাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিলুফার বাবার নাম পেঠান আলী (৬০)। তিনি টেকনাফের হ্নীলা রঙ্গিখালী মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেন।
নিলুফার বড় ভাই শাখাওয়াত হোছাইন জানান, মঙ্গলবার সকালে বাবার মৃত্যুর পর নিলুফা পরীক্ষা দিতে চাচ্ছিল না। বোর্ড পরীক্ষা তাই তাকে অনেক বুঝিয়ে কেন্দ্রে নিয়ে গেছে তার সহপাঠীরা। তবে আমার বোন দেড় ঘণ্টা লিখে বাড়িতে চলে আসে।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, মঙ্গলবার ভোরে নিলুফার বাবা স্ট্রোক করে মারা গেছেন। বাবার মরদেহ ঘরে রেখে মেয়েটি সকালে কাঁদতে কাঁদতে পরীক্ষাকেন্দ্রে গেছে।
এ বিষয়ে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা ছিদ্দিক আহমদ ও কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল জানান, নিলুফা ইয়াছমিন মঙ্গলবার বেলা ১১টায় পরীক্ষায় অংশ নেয়। তবে নিলুফা সাড়ে ১২টায় খাতা জমা দিয়ে হল থেকে বের হয়ে যান।