বিএনপির কয়েক শ নেতাকর্মী আগামী শনিবার (১২ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে ফরিদপুর শহরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে পৌঁছেছেন।
বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে তারা ওই মাঠে পৌঁছান।
খোকন তালুকদার জানান, বুধবার রাতে প্রথম দল হিসেবে শরীয়তপুর থেকে নেতাকর্মীদের একটি অংশ এখানে যোগ দিয়েছেন। প্রায় ১০ হাজার নেতাকর্মী শরীয়তপুর জেলা থেকে সমাবেশে যোগ দেবেন। ইতোমধ্যে শরীয়তপুরের বিএনপি নেতাকর্মীরা জনসভাস্থলেই রাত যাপনের প্রস্তুতি নিচ্ছেন।
শরীয়তপুর জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান জানান, বুধবার রাত ৮টার দিকে চারটি ট্রাকযোগে শরীয়তপুর থেকে রওনা দেন। পরে একই দিন রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের সমাবেশস্থলে পৌঁছান। তাদের সঙ্গে খোকন তালুকদার ছাড়াও শরীয়তপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলীসহ অন্য নেতাকর্মীরা রয়েছেন।
সারাদেশে বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, আগামী শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় সমাবেশ শুরু হবে। যেহেতু পথে পথে নানা বাধা ও সমাবেশে জনসমাগম সংকুচিত করতে সরকার বিঘ্ন ঘটাচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ের আগে থেকেই এই সমাবেশ চলবে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, আগামী শনিবার (১২ নভেম্বর) সমাবেশকে ঘিরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক দায়িত্ব নির্বিঘ্ন রাখতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এর আগে, সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় সমাবেশ।