রাজবাড়ীতে রাস্তায় হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় রেশমা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে রাজবাড়ী পৌর এলাকার চরলক্ষীপুর তালতলা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমা চরলক্ষীপুর তালতলা এলাকার ইউনুস আলী খানের স্ত্রী।
নিহতের মেয়ের জামাই বাবু শেখ বলেন, তার শাশুড়ি প্রতিদিন ভোরে রাস্তায় হাঁটতে বের হন। আজও তিনি ফজরের নামাজ পড়ে চরলক্ষীপুর তালতলা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, ঘাতক ট্রাকটি জব্দ করার পাশাপাশি এর চালক লিটন কুমারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।