রাজধানীতে পার্কিং সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাতে অ্যাপভিত্তিক পার্কিং সেবায় যুক্ত আছে ডিএমপি ও এলওসি।
রেজিস্ট্রেশন করলেই অ্যাপ বলে দেবে গুলশান এলাকায় কোথায় মিলবে পার্কিং। ঘণ্টাপ্রতি খরচ গুনতে হবে পঞ্চাশ টাকা। এতে কেবল পার্কিংয়ে নয়, নগরে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিএনসিসি স্মার্ট পার্কিং নামে এ অ্যাপ শনিবার (১২ নভেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানায় ডিএনসিসি।
রাজধানী ঢাকা মানেই যানজট। রাজপথে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। নগরে একটু অভিজাত এলাকা বলে পরিচিত গুলশান আর বনানী। এলাকা দুটোতে যানজট সমস্যা যেন আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ির চাপে এসব এলাকায় সকাল-সন্ধ্যা -রাত সবসময় একই চিত্র থাকে যানজটের।
এসব এলাকায় বিভিন্ন অট্টালিকার ভাঁজে এবং সংলগ্ন সড়কের বিশৃঙ্খলা জানান দেয় এসব গাড়ি পার্কিংয়ে নেই কোনো শৃঙ্খলা। এবার এ ভাবনা বদলে দিচ্ছে ডিএনসিসি স্ট্রিট পার্কিং। গুগল স্টোর থেকে অ্যাপ নামিয়ে রেজিস্ট্রেশন করলে সহজেই মিলবে সেবা। অ্যাপ বলে দেবে কোথায় মিলবে পার্কিং সেবা। এরই মধ্যে গুগল প্লে স্টোরে মিলছে এ অ্যাপ। শিগগিরই মিলবে অ্যাপ স্টোরেও। প্রথম দুই ঘণ্টার জন্য চার্জ দিতে হবে ৫০ টাকা; পরবর্তী প্রতি ঘণ্টায় পঞ্চাশ টাকা করে লাগবে।
পরীক্ষামূলক এ কার্যক্রমে এসব এলাকায় পার্কিং সংকট তো মিটবেই, পরিবহন ব্যবস্থাতেও শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আপাতত বিভিন্ন সড়কের ১৪২টি পার্কিং দিয়ে শুরু হচ্ছে পাইলট এ প্রকল্পের যাত্রা।
আগামী শনিবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ডিএনসিসি স্ট্রিট পার্কিং অ্যাপ।