ঢাকার ধামরাইয়ে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শনিবার (১২ নভেম্বর) ভোরে কালামপুর বাস স্ট্যান্ডের বিসিক শিল্প নগরীর ওই কারখানায় আগুন লাগে বলে জানান ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা।
তিনি বলেন, ‘ভোর পৌনে ৫টায় ৪তলা ভবনটির ৩তলার প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। এর ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ধামরাই, ডিইপিজেড, জিরাবো ও সাভার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।