শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রেখে স্মার্ট ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুই নৈশপ্রহরীকে শেরপুর সদর থানায় ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার ভাতশালা ইউনিয়নে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর আরেফ রব্বানী জানান, ভোএর পাঁচ-ছয়জনের একটি দল শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার গ্রিল কেটে ভেতরে ঢুকে নিরাপত্তার দায়িত্বে থাকা লুৎফর ও দোলোয়ার নামে দুই নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে রাখে। পরে ২ তলার স্মার্ট কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে সেখানে থাকা ২৫টি কম্পিউটার থেকে র্যাম, হার্ডডিস্ক ও প্রসেসর খুলে নিয়ে যায়। সকালে আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং ৯৯৯ নম্বরে ফোন দিলে শেরপুর সদর থানা পুলিশ স্মার্ট ল্যাব পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। চোর চক্রকে শনাক্ত করতে পুলিশ শেরপুর পলিটেকনিকের সিসি ক্যামেরার হার্ডডিস্ক থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল জানান, সকালে খবর পেয়ে ভাতশালা ইউনিয়নের পলিটেকনিকে গিয়ে দেখা গেছে কম্পিউটার স্মার্ট ল্যাবের ২৫টি কম্পিউটার থেকে হার্ডডিস্ক, প্রসেসর ও র্যাম খুলে নিয়ে গেছে চোরের দল। ধারণা করা হচ্ছে কম্পিউটার সম্পর্কে জানা কোনো সংঘবদ্ধ দল এই কাজ করে থাকতে পারে। সিসি ক্যামেরার ফুটেজে চোর চক্রকে মুখে মাস্ক পরে থাকতে দেখা গেছে। আরও অধিকতর তদন্তের স্বার্থে সিসি টিভির হার্ডডিস্কটি থানায় আনা হয়েছে। ফুটেজ যাচাই বাছাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।