ছবি: রওনক হাসান এবং ইফতেখার দিনারের মাঝে অমিতাভ রেজা
বাংলাদেশের অন্যতম সেরা বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বিজ্ঞাপন নির্মাণের পাশাপাশি নির্মাণ করেছেন নাটক ও চলচ্চিত্র। তিনি যে ব্রাজিল দলের সাপোর্টার তা ইতিমধ্যেই ব্রাজিল ভক্তরা জেনে গেছে। তবে তিনি যে মনেপ্রাণে বাংলাদেশি, তা এবার জানা গেল তার একটি ফেসবুক পেজের পোস্ট দেখে।
সম্প্রতি সৌদি আরবের কাতারে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ ম্যাচ। এবারের বিশ্বকাপে দলে ঠাঁই করে নিয়েছে কানাডা দলটি। আর তাতেই অবাক হয়েছেন অমিতাভ রেজা।
এ বছরের বিশ্বকাপ বাছাই পর্বের মাধ্যমে সেরা ৩২টি দল কাতারের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। গুণী এই নির্মাতা মনে করেন, এই ৩২টি দলের মধ্যে কানাডা দলটি ঠাঁই করে নিতে পারলে বাংলাদেশও পারবে।
কারণ হিসেবে তিনি তার ফেসবুক পেজে উল্লেখ করেছেন, দেশীয় উত্তরা ফ্রেন্ডস ক্লাবের কথা। অমিতাভের ভাষায়, ‘কানাডা দলটা ওয়ার্ল্ড কাপ চান্স পেলে ত আমাদেরও পাওয়া উচিত। ওদের সঙ্গে উত্তরা ফ্রেন্ডস ক্লাব খেললেও ড্র করবে।’
এর আগে অমিতাভের পোস্ট করা ছবি ও ক্যাপশন দেখে ব্রাজিলিয়ানদের বুঝতে বাকি নেই, এই গুণী নির্মাতা ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল দলের সাপোর্টের পাশাপাশি বাংলাদেশকেও যে একদিন বিশ্বকাপে ফুটবলের মঞ্চে দেখার ইচ্ছা তার আছে তাও পোস্টটির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।
সরাসরি বিশ্বকাপ ফুটবলের ময়দানে না থাকতে পারলেও দূর থেকে পছন্দের দলকে সাপোর্ট করা আর বাংলাদেশ দলকে বুকে লালন করার স্বপ্নে শুধু সাধারণ মানুষ নয়, তারকাদের মধ্যেও উন্মাদনা তৈরি করতে পেরেছে তারই প্রমাণ আবার মিলল অমিতাভের এই পোস্টে।