অজ্ঞানপার্টির খপ্পরে পড়া আনোয়ার হোসেন
রাজধানীর গুলিস্তানে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ চন্দ্র সরকার জানান, সন্ধ্যায় গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের পাশের সড়কে পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই যুবক অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার সঙ্গে তেমন কিছুই পাওয়া যায়নি। পরনে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। নাম ছাড়া তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।