রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে।
শনিবার (৩ ডিসেম্বর) সমাবেশ চলাকালে ও সমাবেশ শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সমাবেশে বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার বক্তব্য চলাকালে সমাবেশস্থলে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা একে অন্যের দিকে ফেস্টুন,লাঠি, পানির বোতল ছোড়াছুড়ি করতে থাকেন। পরে মঞ্চে থাকা নেতাদের কথায় তারা শান্ত হয়ে বসেন। এদিকে সমাবেশ শেষ হওয়ার পর ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিএনপির বিভাগীয় সমাবেশের অহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাংবাদিকদের জানান, শনিবার সমাবেশে মারামারি হয়েছে। যেটুকু শুনেছি, সমাবেশ চলাকালে বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলনের লোকজনের সঙ্গে ঝামেলা হয়। এ সময় সেই রাগ থেকেই ফের সমাবেশ শেষে মারামারি হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।