কাতার বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশালও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপের উন্মাদনার মাঝেই বরিশালে ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ম্যাচে ব্রাজিল ভক্ত দলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা ভক্ত দল।
শনিবার (৩ ডিসেম্বর) বিকালে নগরীর ব্রজমোহন স্কুল মাঠে এই প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরে ২২ জনের দুই দল খেলা শুরু করে। প্রথমার্ধে উভয় দলই একটি করে গোল করে। ফলে সমতায় থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের খেলায় আর্জেন্টিনা ব্রাজিলকে একটি গোল দিয়ে লিড নেয়। পরে আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল ভক্তরা। হারের তিক্ততা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
ম্যাচ শেষে আর্জেন্টিনার ভক্তরা বলেন, খেলার শুরু থেকেই জেতার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। আমরা জয়ীও হয়েছি। আর বিশ্বকাপে আর্জেন্টিনাও যেন ফাইনাল খেলে জয় লাভ করতে পারে। আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন সাগর বলেন, আমরা মেসির ভক্ত। আশা করব তার নেতৃত্বে এবার শিরোপা জিতবে আর্জেন্টিনা।
খেলায় হারলেও ব্রাজিল সমর্থকদের দাবি, নেইমাররাই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। ব্রাজিল ভক্ত দলের ক্যাপ্টেন সাদ বলেন, আজকের খেলাটিতে ব্রাজিলের হার একটি দুর্ঘটনা মাত্র। তবে আসল বিশ্বকাপ কিন্তু আমাদের।