ফাইল ছবি
পটুয়াখালীর বাউফল কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালিশুরী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পরিচয় জানা গেছে শাহজাহান হাওলাদার (৫০), নাসির উদ্দিন হাওলাদার (৫২), এনামুল মুন্সি (৩৫), রাফিয়া (৬), ইফাত (৩), রাবেয়া খান (২), সাধন কুলি (৫৫), নুরু মোল্লা (৭০) ইসমাইল (৪২) ও সোবাহান (৪৭)। বাকিদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ওই এলাকার জামাল মুন্সির নির্মাণাধীন ভবনে কয়েক দিন আগে একটি কুকুর চারটি বাচ্চা প্রসব করে। শনিবার কুকুরটি বাচ্চাগুলো রেখে খাবারের সন্ধানে যায়। ফিরে এসে বাচ্চাগুলো দেখতে না পেয়ে একে একে ২০ জনকে কামড়ে জখম করে।
কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার বলেন, কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা গণমাধ্যমকে বলেন, অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। তবে এই মুহূর্তে আমাদের এখানে সরকারি ভ্যাকসিন নেই। বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।