শেরপুরের নকলায় তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূ শাহনাজের মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী রাসেলকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে রাসেল মিয়াকে র্যাব-১৪ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
শাহনাজ বেগম (৪০) ওই গ্রামের বিষু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম রাসেল মিয়া (৪৭)।
নিহতের স্বজনরা জানান, জানকিপুর এলাকার মানিক মিয়ার সঙ্গে প্রায় নয় বছর আগে শাহনাজের প্রথম বিয়ে হয়। মানিকের সঙ্গে বিয়েবিচ্ছেদ ঘটলে গাজীপুরে পোশাক কারখানায় কাজ নেন শাহনাজ। শ্রীপুরে ভাড়া থাকার সময় চার বছর আগে রাসেলের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। এক বছর পর বাড়ি ফিরে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, রোববার সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে শাহনাজ পারভীনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই তার স্বামী রাসেল মিয়া পলাতক ছিল। পরে সেদিনই তথ্য-প্রযুক্তির সহায়তায় রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে রাসেল মিয়াকে র্যাব-১৪ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।