চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫টি হাতবোমাসহ সাত দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে ওই সাতজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মনোহরপুর গ্রামের মৃত ইব্রাহিম মৃধার ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫), পেয়ারাতলা গ্রামের মৃত আবুল আজিজ প্রধানের ছেলে আব্দুল খালেক প্রধান (৫০), প্রতাপপুর গ্রামের নুরুল হক প্রধান, কাশিপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে ছকুন মণ্ডল (৪৫), গয়েশপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে জাকির হোসেন (৪২), জীবননগর পৌর শহরের জানু শাহার ছেলে আরজ আলী শাহ (৩০) এবং আন্দুলবাড়িয়া গ্রামের মৃত ইহান নবী খন্দকারের ছেলে নাসির উদ্দীন সোহাগ (৫৬)।
জীবননগর থানা পুলিশের ওসি আব্দুল খালেক জানান, এসআই সৈকত সঙ্গীয় অফিসারসহ জীবননগরে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মনোহরপুর গ্রামের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতকারী অন্তর্ঘাতমূলক কাজ করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় ৫টি হাতবোমাসদৃশ্য বস্তুও উদ্ধার করে পুলিশ। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন।