ক্রমাগতভাবে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। এতে করে কখনও শীত আবার কখনও গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) তাপমাত্রা কমে আসলেও আজ তা কিছুটা বেড়ে গেছে। এতে করে তাপমাত্রা বেড়ে গেলেও দেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে সকাল ১১টায় সারা দেশের তাপমাত্রার সঙ্গে পর্যালোচনা করে দেশের মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৯ ডিগ্রি। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৪। তবে বুধবার সকাল ৬টায় ১৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড হলেও সকাল ৯টায় কমে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে আসতে পারে। তবে বর্তমানে দিনে গরম ও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পাহাড়ি হিমেল হাওয়ায় শীত অনুভূত হচ্ছে। এদিকে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত খানিকটা কুয়াশাও দেখা যাচ্ছে।