আহত এইচ এম ছগির।
বাগেরহাটের মোরেলগঞ্জ পুলিশকে তথ্য দেয়ার সন্দেহে এইচ এম ছগির (৪৫) নামে এক স্থানীয় সাংবাদিককে পিটিয়ে আহত ও হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে হৃদয় তালুকদার (২২) নামে এক তরুণের বিরুদ্ধে।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ফুলহাতা গ্রামে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন ওই সাংবাদিক। তিনি সংযোগ বাংলাদেশ নামের একটি পত্রিকার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
অন্যদিকে, হামলাকারী হৃদয় তালুকদার উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।
আহত ছগির অভিযোগ করে বলেন, কিছুদিন আগে এলাকার একটি মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছিল হৃদয়ে বিরুদ্ধে। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত জানাজানি হলে, পুলিশকে তথ্য দেয়ার সন্দেহে আমার ওপর ক্ষিপ্ত হন হৃদয়। এর জের ধরে বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে হৃদয় রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আমাকে গুরুত্বর আহত করে। এ সময় আমার ডান হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।
তিনি আরও বলেন, একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে, হৃদয় পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেছেন। আমি হামলাকারীর বিচার চাই।
এদিকে হামলার পর থেকে হৃদয় তালুকদার আত্মগোপনে রয়েছেন। মুঠোফোনে একাধিকার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।