কুমিল্লায় গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও ১০ তারিখের বিএনপি সম্মেলনে নাশকতা পরিকল্পনাকালে জামায়াতের আমিরসহ ২০ জনকে আটক করছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর আবদুল জলিলের বাড়িতে নাশকতার পরিকল্পনাকালে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
আটক আসামিরা হলো চৌদ্দগ্রাম উপজেলার জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহসাধারণ সম্পাদক মো. ইয়াছিন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি আবুল হাসেম, ঘোলপাশা ইউনিয়নের জামায়াতের সভাপতি আবদুল কাদের, কালিকাপুর ইউনিয়নের জামায়াতের কর্মী মো. ইসমাইল, নোমান, বাহার মিয়া, আবু তাহের, মোখলেছুর রহমান, জহির উদ্দিন, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জামায়াতের কর্মী আবদুর রহিম, মো. ইব্রাহিম খলিল, মো. সাইফুল ইসলাম, আবুল হাসেম, জাহিদুর রহমান, আহসানউল্লাহ, ফজলুল হক, মাসুম এবং সদর দক্ষিণের বেলাল হোসেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় কর্মীরা জামায়াতের নেতাদের নির্দেশে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ আইনে নাশকতার মামলা প্রক্রিয়াধীন। আগামীতেও এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।