বর্তমান যুগ নারীর ক্ষমতায়নের যুগ। সম্প্রতি বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি।
২০২২ সালে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখা এবং নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে আলোচনায় থাকায় নারীরা জায়গা পেয়েছেন এ তালিকায়। সমাজকর্মী, সাংবাদিক, অভিনেত্রী, ক্রীড়াবিদ থেকে শুরু করে একাধিক পেশার নারীরা জায়গা করে নিয়েছেন এ তালিকায়।
বিবিসির ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডের কাজ করেছেন দেশি গার্ল। আন্তর্জাতিক আঙিনায় পরিচিত মুখ তিনি। এবার বিবিসির প্রভাবশালীর তালিকায় নাম এলো অভিনেত্রীর।
তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে নাম রয়েছে প্রিয়াঙ্কার। গায়িকা বিলি ইলিশ, অভিনেত্রী, প্রতিবন্ধী কর্মী সেলমা ব্লেয়ার এবং হলিউড আইকন রিটা মোরেনোর মতো ব্যক্তিত্বদের নাম রয়েছে এ তালিকায়। তালিকায় রয়েছেন অন্য তিন ভারতীয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিশা বন্দলা, বুকারজয়ী লেখক গীতাঞ্জলি শ্রী এবং সমাজকর্মী স্নেহা জাওয়ালে।
এখন পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০২ সালে বলিউডে ডেব্যু করেছেন তিনি। সাবেক মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী প্রিয়াঙ্কা হলিউডে নিজের জায়গা পাকা করেছেন। নিজের প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইনসহ একাধিক ব্যবসা রয়েছে অভিনেত্রীর। শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার জন্য প্রচার চালাচ্ছেন তিনি। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি প্রিয়াঙ্কা তার নিজের ইনস্টাগ্রামে ইরানের নারীদের প্রতি তার সমর্থনের কথা জানান। সঙ্গে জানান, সে দেশের নারীদের সাহস তাকে বিস্মিত করেছে। তিনি হতবাক হয়ে গিয়েছেন, কীভাবে তারা রাস্তায় নেমে এত অত্যাচারের মুখে প্রতিবাদ করছেন, তা দেখে। প্রিয়াঙ্কার ভাষায়: ‘দীর্ঘদিন ধরে জোর করে চেপে রাখা হয়েছিল যে গলার স্বর, তা এখন কথা বলতে শুরু করেছে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস