আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণে ট্রাজেডি দিবসে ৩ মিনিট ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মীরা।
প্রতি বছরের মতো এবারও উদীচীর সামনে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণে ট্রাজেডি দিবসে ৩ মিনিট ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় শহরের ছোট বাজার শহীদ মিনার মোড়ে উদীচীসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পরে শহীদ মিনার মোড় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে বোমা হামলায় নিহতের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
২০০৫ সালের এ দিনে ৯ ডিসেম্বর উপলক্ষে নেত্রকোনা মুক্ত দিবসের অনুষ্ঠানের রিহার্সাল চলাকালে উদীচী ও শতদল গোষ্ঠীর সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি। এতে উদীচীর খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলি, মোটর মেকানিক যাদব দাসসহ মোট ৮ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক মানুষ।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাউদ্দিনও ইউনূসসহ ৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করে। এরইমধ্যে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-২ নেত্রকোনায় বোমা হামলা মামলার ৭ আসামিকে ফাঁসি ও বাংলা ভাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
নেত্রকোনা মুক্ত দিবসকে জেলাবাসী ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। প্রতি বছর ৫ মিনিট স্তব্ধ নেত্রকোনা পালিত হলেও এবার ৩ মিনিট পালন করা হয়েছে।