বিএনপির গণসমাবেশের নামে অপরাজনীতি রুখতে বৈঠকে বসেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে শুরু হয় এ বৈঠক।
বৈঠকে উপস্থিত আছেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের কমরেড দিলীপ বড়ুয়া, ওয়াার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারিসহ জোটের অন্য নেতারাও।
সম্প্রতি বিএনপির সরকারবিরোধী আন্দোলন, সামনে জোটগত জাতীয় নির্বাচনসহ রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আজকের আলোচনায় উঠে আসবে বলে জানায় জোট সূত্র।
বৈঠকে সভাপতিত্বে করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।