বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের তালিকায় রয়েছেন আলিয়া ভাট। এক মাসও হয়নি মা হয়েছেন আলিয়া ভাট। এরই মধ্যে তাকে মুম্বাইয়ের যোগ প্রশিক্ষণ শিক্ষাকেন্দ্রের বাইরে দেখা গেছে।
মা হওয়ার পর দ্রুত নিজেকে আবার পাল্টে ফেলতে চাইছেন আলিয়া। তারই ফাঁকে মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, জীবনের এই নতুন পর্যায় তাকে অনেকটাই বদলে দিয়েছে।
মা হওয়ার পর নিজের প্রথম সাক্ষাৎকারে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে আলিয়া বলেছেন, ‘মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’ এ প্রসঙ্গেই আলিয়ার কাছ থেকে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা পালন করবে। উত্তরে আলিয়া বলেন, ‘আমি যেভাবে কোনো চরিত্র নির্বাচন করি, তার ওপর আমার মা হওয়ার বিষয়টা কেমন প্রভাব ফেলবে, তা আমি জানি না।’
তিনি বলেন, ‘মাতৃত্বজীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে। মনে হয়, আগের থেকে আমার মন এখন আরও উন্মুক্ত হয়েছে। তাই এরপর আমার সফর কোনো দিকে বাঁক নেবে, তা নিয়ে আমি বেশ উত্তেজিত।’
২০২২ সালটা আলিয়া ভাটের জন্য বেশ ভালোই কাটল। এ বছরটি অভিনেত্রীর জীবনে একটি ঘটনাবহুল বছর হিসেবে থাকল। শুরু হয়েছিল এসএস রাজামৌলির ‘আরআরআর’-এর হাত ধরে, এরপর তাকে সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি’ ছবিতে দেখা যায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস