ঢালিউডের মিষ্টি মেয়ে বিদ্যা সিনহা মিম। প্রেমের পাট চুকিয়ে বিয়ের করেন, বর্তমানে সুখে সংসারও করছেন।
এ বছরের শুরু থেকেই ব্যস্ত ছিলেন ঢাকাই সিনেমা নিয়ে। গত ১০ জুলাই মুক্তি পায় মিম অভিনীত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। মাত্র ১১টি হল দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটি পরবর্তী সময়ে দেশজুড়ে তুমুল সাড়া ফেলে। উড়ে যায় বিদেশেও। সবশেষ ‘দামাল’ দিয়েও আলোচনায় এই নায়িকা। বলা যায়, এই ‘সুন্দরী’র বৃহস্পতি এখন তুঙ্গে।
সুখের এই সময়টা শুধু ঘরে বসে কাটাচ্ছেন না অভিনেত্রী। প্রকৃতির কাছাকাছি গিয়ে, ঘুরে বেড়িয়েও উপভোগ করছেন। সবশেষ কক্সবাজার সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগ করতে গেছেন। বর্তমানে সাগরপাড়েই বর্ণিল সময় কাটাচ্ছেন এই তারকা।
তারই এক ফাঁকে সাগরের বুকে স্বামী সনির নাম লিখলেন মিম। সমুদ্রের তীর ঘেঁষে বালুর ওপর ডান হাতের তর্জনী আঙুল বসিয়ে ইংরেজিতে ‘সনি’ নামটি লেখেন ‘পরাণ’ তারকা। সেই ভিডিও আবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
তার ক্যাপশনে মিম লিখেছেন, ‘ছোটবেলায় আমরা নিজেদের জন্য কাজটি করেছি। সেসব সুন্দর স্মৃতি আবার, সঠিক ব্যক্তির সঙ্গে বেঁচে থাকা একটি আশীর্বাদ।’
চলতি বছরের জানুয়ারিতে ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মিম।