কুমিল্লা জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (বায়ে) ও সহ-সভাপতি জহিরুল ইসলাম (ডানে)।
কুমিল্লা জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহ-সভাপতি জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলের আগেই নগরীর বাদুরতলা থেকে তাদের আটক করা হয়।
কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাগচী আটকের বিষয়টি জানিয়েছেন।
যুবদল সভাপতিকে গ্রেফতারের পরপরই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে বের হওয়া মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘আমরা বাদুরতলার অস্থায়ী কার্যালয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আমাদের দুই নেতাকে পুলিশ আটক করে। পরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।’