ফাইল ছবি
গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন তারা। এরপর শাহজাহানপুর এলাকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে তাদেরও খোঁজখবর নেন বিএনপির এ নেতারা।
এদিকে দলীয় কার্যালয় থেকে গ্রেফতার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় গিয়ে রোববার (১১ ডিসেম্বর) বিকেলে তার পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি ছিল। তার আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হন। আহত হন অনেকে। সংঘর্ষের পরই কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। তারপর থেকে কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ ছিল। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হয়। এ গণসমাবেশের পরদিন রোববার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারলেন দলটির নেতাকর্মীরা।
এর আগে পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপ ও উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে গত ৯ ডিসেম্বর দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গভীর রাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর আগে ৭ ডিসেম্বর দলীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে পুলিশ।