ছবি: সংগৃহীত
আফগানিস্তানের সীমান্ত বাহিনীর গোলাবর্ষণে পাকিস্তানের অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের চামান জেলায় বিনা প্ররোচনায় আফগান সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।
ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, আফগান সীমান্তরক্ষী বাহিনী কামান ও মর্টারের ভারী গোলাবর্ষণ করেছে।
এতে বলা হয়, পাকিস্তান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে কাবুলের সঙ্গে যোগাযোগ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।
চামান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আবদুল্লাহ আলী কাসি বলেন, পাকিস্তান ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের পর গোলাগুলি শুরু হয়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো বলেন, আশা করি কেন্দ্রীয় সরকার কূটনৈতিক পর্যায়ে এ সমস্যার দ্রুত কার্যকর সমাধান করবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বেলুচিস্তান সরকারকে ক্ষতিগ্রস্ত নাগরিকদের পূর্ণ সহায়তার নির্দেশ দিয়েছেন।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাক-আফগান চামান সীমান্তে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর খবর ‘অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক’।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারপারসন আসিফ আলী জারদারি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে এ অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর শান্তিপূর্ণ নীতিকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে তিনি সতর্ক করেন।