ফুটবল বিশ্বকাপ নিয়ে গান গেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সাবেক স্পোর্টস রিপোর্টার মনিরুজ্জামান মিন্টু। তার গাওয়া ‘দে গোল’ শিরোনামের গানটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
কাতারে অনুষ্ঠানরত এই ফুটবল বিশ্বকাপ নিয়ে সময়োপযোগী নিজের কথা ও সুরে দারুণ গেয়েছেন মিন্টু। বিশ্বকাপ আসর নিয়ে গান করা যেকোনো শিল্পীর জন্যই চ্যালেঞ্জিং। কারণ, এখানে স্পোর্টিং শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গানে স্পোর্টিং শব্দ ব্যবহার করেছেন অনেকটা মুনশিয়ানার সঙ্গে।
মনিরুজ্জামান মিন্টু বলেন, ‘আমি স্পোর্টস রিপোর্টার ছিলাম। এছাড়া গানটি লিখতে আমি বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) কয়েকজন সিনিয়র সদস্যের সঙ্গে আলাপ করেছি, যাতে গানের কথায় পুরোপুরি স্পোর্টিং ফ্লেভার পাওয়া যায়।’
‘দে গোল’ গানের মিউজিক করেছেন আরিফ হাসান। মিউজিক ভিডিওর নির্দেশনায় ছিলেন একুশে টেলিভিশনের স্পোর্টস ইনচার্জ আবু হোরায়রা তামিম। মনিরুজ্জামান মিন্টু এর আগে ‘পদ্মা সেতু দিয়ে যাবো ঢাকা’ গান গেয়ে ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘তোরা গ্রামে চলে আয়’ ও ‘আমার প্রিয়া হারালো কোথায়’ গান গেয়ে একটা নিজস্ব ধারা তৈরি করেছেন।
বিএসপিএর সদস্য ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মনিরুজ্জামান মিন্টুর নিজস্ব ইউটিউব চ্যানেলের নাম ‘আমার গান এমএমএস’।