রাশিয়ার জন্মগ্রহণকারী নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়ান রাচিনস্কি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উন্মাদ ও অপরাধী’ বলে ইউক্রেন যুদ্ধে তার ভূমিকার সমালোচনা করেছেন। শনিবার (১০ ডিসেম্বর) নরওয়ের রাজধানী অসলোয় নোবেল পুরস্কার গ্রহণের সময় চলমান যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রাশিয়ার সবচেয়ে সুপরিচিত এবং সম্মানিত মানবাধিকার গোষ্ঠীগুলোর মধ্যে একটি মেমোরিয়ালের প্রধান ইয়ান রাচিনস্কি। ২০২১ সালে শেষের দিকে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হওয়ার আগে তিন দশকেরও বেশি সময় ধরে সোভিয়েত স্ট্যালিন যুগের অপব্যবহার এবং নৃশংসতা প্রকাশের জন্য কাজ করেছিল তারা।
এদিকে ইউক্রেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওলেক্সান্দ্রা মাতভিচুক বক্তৃতায় ‘যুদ্ধাপরাধের’ বিচারের জন্য পুতিন এবং বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর কাছে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পুতিন, লুকাশেঙ্কো এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।’
রাশিয়া ও ইউক্রেনের মানবাধিকার গোষ্ঠী, মেমোরিয়াল এবং সেন্টার ফর সিভিল লিবার্টিজসহ কারাগারে থাকা বেলারুশিয়ান অ্যাডভোকেট আলেস বিলিয়াতস্কিকে একসঙ্গে শনিবার নোবেল শান্তি পুরস্কারে দেয় হয়।
বিলিয়াতস্কির স্ত্রী তার পক্ষে তার পুরস্কার গ্রহণ করেন। নোবেল কমিটি অক্টোবরে বিজয়ীদের ঘোষণা করার সময় বলেছিল, নিজ নিজ দেশে যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তুলে ধরে যে অসামান্য প্রচেষ্টা তারা করেছেন সে কারণে তাদের সম্মানিত করা হয়েছে।