সমর্থকদের উল্লাস
পর্তুগালকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠে বুনো উল্লাসে মেতেছেন মরক্কোর সমর্থকরা। কাতারে স্টেডিয়ামের বাইরে নেচে গেয়ে জয় উদ্যাপন করেন তারা। এ সময় ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ব্যঙ্গ করেন মরক্কোর সমর্থকরা। তারা এখন স্বপ্ন দেখেন ফাইনাল খেলার।
এবারের আসরে একের পর এক চমক দেখাচ্ছে মরক্কো। বেলজিয়াম ও স্পেনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল তারা। শীর্ষ আটে পর্তুগালের বিপক্ষে ম্যাচেও অব্যাহত তাদের স্বপ্নযাত্রা। জায়ান্টদের চমকে দিয়ে ৪৩ মিনিটে নেসিরির গোলে লিড নেয় মরক্কানরা।
পর্তুগালের প্রথম একাদশে ছিলেন না রোনালদো। তার অনুপস্থিতিতে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ রামোস-ব্রুনোরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও দলকে পথ দেখাতে পারেননি সিআরসেভেন।
শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে সেলেকাওরা। কিন্তু আফ্রিকানদের গর্জনের সামনে পেরে ওঠেনি। রোনালদোর দলকে কাঁদিয়ে অবিশ্বাস্য জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমির স্বাদ পেয়েছে মরক্কো।
দারুণ এমন জয়ে ম্যাচ শেষে মরক্কোর ফুটবল সমর্থকরা বুনো উল্লাসে মেতে ওঠেন। ঢাকঢোল আর বাদ্যের তালে বিজয়োল্লাস করেন তারা। সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ হারার পর উল্লাস করে মেসিকে খুঁজছিলেন মরক্কানরা। পরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল হেরে যাওয়ায় তারা বলছিলেন, নেইমার কোথায়? এবার তারা খুঁজেন ক্রিস্টিয়ানে রোনালদো কোথায়?
রাস্তায় স্লোগানে স্লোগানে চিৎকার করে উল্লাস করে মরক্কোর সমর্থকরা বলেন, কোথায় রোনালদো? কোথোয় সিআরসেভেন? কোথায় ক্রিস্টিয়ানো? নানা অঙ্গভঙ্গির মাধ্যমে সিআরসেভেনকে ব্যঙ্গ করেন তারা।