আখাউড়া-আগরতলা রেলওয়ে প্রকল্প পরিদর্শন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুনে আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচল করবে। এতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিবনগরে নির্মাণাধীন আখাউড়া-আগরতলা রেলওয়ে প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিরোধীদের আন্দোলনের নামে আমরা অতীতে দেখেছি পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসী, ৭১-এর পাকিস্তানি বাহিনীর প্রেতাত্মারা আন্দোলনের নামে রেলের কোচ পুড়িয়ে মানুষ হত্যা করেছে। রেলে আগুন দিয়েছে। আন্দোলনের গতি-প্রকৃতি নিয়ে সবসময় আমরা আতঙ্কে থাকি।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংসদে সাড়ে ৩০০ সদস্য রয়েছেন। বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেছেন, তাতে কিছু যায়-আসে না। তারা তো বিরোধী দল নয়। এতে সংসদের কোনো ব্যাঘাত ঘটবে না। তাদের আগামী নির্বাচনে জনমত তৈরিরর আহ্বান জানান মন্ত্রী।
পূর্বাঞ্চলীয় রেলপথ সম্পর্কে মন্ত্রী জানান, ধীরে ধীরে সব কটি রেলপথকে মিটার গেজ থেকে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথকে পর্যায়ক্রমে মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করা হচ্ছে। তেমনিভাবে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত যে রেলপথ আছে, সেটিও ব্রড গেজে রূপান্তর করা হবে। এ নিয়ে কাজ চলছে বলে জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকোর কান্ট্রি ডিরেক্টর শরৎ শর্মা, এজিএম ভাস্কর বকশী এবং ইন্ডিয়ান রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকনের টিম লিডার রমন সিংলা, রেলওয়ে ব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-আগরতলা রেলওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক সহিদুল ইসলাম, রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) জাফর আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।