টাঙ্গাইলের কালিহাতীতে লাইনচ্যুত মালবাহী ট্রেন।
টাঙ্গাইলের কালিহাতিতে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি অপসারণের পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা পর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এসব রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়।
এর আগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব কালিহাতি উপজেলার রাজাবাড়ি লেভেলক্রসিংয়ে পৌঁছালে দিনাজপুর থেকে আসা একটি চালভর্তি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়তে হয় ট্রেনে চলাচলকারী যাত্রীদের।
বিষয়টি রাজাবাড়ি লেভেলক্রসিংয়ের গেটম্যান কর্তৃপক্ষকে অবহিত করলে রাত ৩টায় রিলিফ ট্রেন এসে বগিটি অপসারণের কাজ শুরু করে বলে জানান টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন মাস্টার সোহেল।
উত্তরবঙ্গ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আমিন জানান, প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর সকাল ৯টার দিকে বগিটি অপসারণের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, উদ্ধারকারীরা তা কিছু বলতে পারেননি।
বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সঠিক তথ্য জানা যাবে বলে জানান প্রকৌশলী লিয়াকত।