নোয়াখালীতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১১) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ৬ বোতল বিদেশি মদ ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার আলাদা আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর কোয়াইল্লার টেক এলাকার আবুল বাশারের ছেলে বেলাল হোসেন সুমন (২৮) ও সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মোয়াজ্জেম হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন রাশেদ (৩৮)।
অভিযান ও গ্রেফতারের তথ্যগুলো নিশ্চিত করেছেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।
মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদর ও কবিরহাট উপজেলার সীমান্ত এলাকার অশ্বদিয়া সড়কে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশির সময় র্যাবকে দেখতে পেয়ে একটি সিএনজি পালানোর চেষ্টা করলে সেটিকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় সিএনজির ভিতরে থাকা বেলালকে গ্রেফতারের পর তার হেফাজতে থাকা ৮ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে মোহাম্মদ আবদুল হামিদ জানান, অশ্বদিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার তাজু মিয়ার বাড়ি থেকে চিহ্নিত মাদক কারবারি তোফাজ্জেল হোসেন রাশেদকে গ্রেফতার করা হয়। পরে ঘরের ভিতরে তার দেখানো স্থান থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার রাশেদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার আসামিদের সোমবার দুপুরে সুধারাম থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।