বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করে আইন করা হয়েছে ইন্দোনেশিয়ায়। তবে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী বিদেশি পর্যটকদের জন্য এই আইন প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যেসব বিদেশি পর্যটক ইন্দোনেশিয়া ভ্রমণ করবেন তারা বিয়ে ছাড়াও যৌন সম্পর্ক স্থাপন করতে পারবেন এবং তা ইন্দোনেশিয়ার আইন অনুসারে অপরাধ বলে গণ্য করা হবে না।
‘বালি বঙ্কিং ব্যান’- নামের ওই আইন অনুসারে, কোনো ব্যক্তি বিয়ে ছাড়া অন্য কোনো উপায়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তা অপরাধ বলে গণ্য হবে এবং এক্ষেত্রে দোষী সাব্যস্ত ব্যক্তিকে ছয় মাস থেকে এক বছর মেয়াদে কারাদণ্ড দেয়া হবে। একই সঙ্গে বলা হয়েছিল, দেশি-বিদেশি সবার ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে। তবে এক সপ্তাহ পার হওয়ার আগেই সেই অবস্থান থেকে সরে এল দেশটি।
এ ছাড়া ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা বালির গভর্নর জানিয়েছেন, এই আইন পর্যটকদের জন্য প্রযোজ্য হবে না। সরকার পর্যটকদের বৈবাহিক সম্পর্কের কাগজপত্র যাচাই করবে না।
ইন্দোনেশিয়া সরকারের এই নতুন আইন এখনই কার্যকর হবে না। তিন বছর পর থেকে এটি কার্যকর হওয়ার কথা থাকলেও আইনটি নিয়ে এরই মধ্যে দেশে-বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। সরকারেরে দাবি, তারা ‘ইন্দোনেশীয় মূল্যবোধ’ বাঁচিয়ে রাখতেই এ উদ্যোগ নিয়েছে।
সরকার এমনটা দাবি করলেও জনসাধারণ এবং দেশটির পর্যটন খাতের সঙ্গে যুক্তদের দাবি, মানুষের স্বাভাবিক অধিকার কেড়ে নিয়ে দমন-পীড়নের ক্ষেত্রে এই আইনের অপব্যবহার হতে পারে এবং এর কারণে পর্যটন ব্যবসায় ধস নামতে পারে।
জাতিসংঘও এই আইনের সমালোচনা করে বলেছে, এমন আইন ইন্দোনেশিয়ার মানবাধিকারকে হুমকির মুখে ফেলেবে।