ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ বিয়ের দশ বছর পর বাবা হতে চলেছেন। রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোনিদেলার ঘরে নতুন অতিথি আগমনের কথা ঘোষণা করলেন রাম চরণের বাবা অভিনেতা চিরঞ্জীবী। এক টুইট বার্তায় খুশির খবরটি সবার সঙ্গে শেয়ার করেন রাম চরণের বাবা।
সোমবার (১২ ডিসেম্বর) চিরঞ্জীবী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘শ্রী হনুমানজির আশীর্বাদে খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে উপাসনা ও রাম চরণ তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছে।’
বাবার সেই টুইটারের পোস্টটি শেয়ার করেন রাম চরণ। তার সঙ্গে করজোড় ও লাল হার্ট ইমোজি শেয়ার করেন।
চলতি বছরের জুন মাসে উপাসনাকে নিয়ে রাম চরণ পাড়ি দেন অজানা গন্তব্যে তাদের দশম বিবাহ বার্ষিকী উদ্যাপন করতে। বিমানবন্দর থেকে তাদের একসঙ্গে একাধিক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।