ছবি সংগৃহীত
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে আসেন বান্দারা ও নাজিবউল্লাহ জাদরান ক্যান্ডি ফালকন্সকে বড় স্কোর এনে দিয়েছিলেন। ১৯৪ রানের সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৬ রানেই গুটিয়ে গেছে ডাম্বুলা অউরার ইনিংস। তাতে ৭৭ রানের বড় ব্যবধানের জয় দিয়ে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ক্যান্ডি। ৫ ম্যাচ শেষে ৮ পয়েন্ট ক্যান্ডির নামের পাশে। ৮ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে জাঢনা কিংস। ডাম্বুলা ৪ ম্যাচের সব কটিতে হেরে টেবিলের একেবারে তলানিতে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ক্যান্ডি। পাথুম নিসাঙ্কার ২৬, আন্দ্রে ফ্লেচারের ৪৪ রানের পর কামিন্দু মেন্ডিস ৪০ বলে করেন ৫৮ রান। এরপর ঝড় উঠে আসেন বান্দারা ও নাজিবউল্লার ব্যাটে। বান্দারা ২২ বলে ৪২ ও নাজিবউল্লাহ ৮ বলে ১৬ রান করেন। হাসারাঙ্গাকে ব্যাট হাতে নামতেই হয়নি।
ডাম্বুলার হয়ে সবচেয়ে খরুচে ছিলেন প্রমোদ মদুশান। ৪ ওভার বল করে ৩৯ রান করেন তিনি। ৪ ওভারে ৩৭ রান দেন ভেন মেকেরেন। সিকান্দার রাজা মাত্র ২ ওভার বল করে দেন ৩২ রান।
জবাব দিতে নেমে ডাম্বুলার কেউই দাঁড়াতে পারেননি ক্যান্ডির বোলারদের সামনে। সর্বোচ্চ ২৫ রান করেন চতুরঙ্গা ডি সিলভা। বাকিদের মধ্যে নূর আহমেদ ২০, ভানুকা রাজাপাকসে ১৮, লাসিথ ক্রসপুলে ১৩ ও মেকেরেন ১০ রান করেন। রাজা ১ ও দাসুন শানাকা আউট হন শূন্য রানে। ক্যান্ডির হয়ে ৩টি করে উইকট পান কার্লোস ব্রাথওয়েট ও চামিন্দু। ২টি করে উইকেট নেন করুনারত্নে ও ফ্যাবিয়ান অ্যালেন।