পরমাণু পরীক্ষার জন্য জাতিসংঘের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ায় স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রির অভিযোগে নিজেদের এক নাগরিককে কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত। নিজের দোষ স্বীকার করার পর সোমবার (১২ ডিসেম্বর) ওই ব্যক্তিকে পাঁচ সপ্তাহের জন্য কারাদণ্ড দেয়া হয়।,
এএফপির প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর থেকে উত্তর কোরিয়ায় দুধ ও কফি বিক্রিতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়াও সিঙ্গাপুর থেকে পিয়ংইয়ংয়ে ওয়াইন, হুইস্কি এবং পারফিউম পাঠানোও নিষিদ্ধ।
পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মহলের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। ২০১৭ সালে একটি আইন পাস করে সিঙ্গাপুরের পার্লামেন্ট। সে আইনে উত্তর কোরিয়ায় কোমল পানীয়, কফি, মদ ও সুগন্ধিজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ।
মামলার নথি থেকে জানা যায়, ৫৯ বছর বয়সী ফুয়া জে হি সিঙ্গাপুরের কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের ম্যানেজার ছিলেন। তিনি ওই পদে থাকার সময় ২০১৭ ও ২০১৮ সালে দেশের আইন অমান্য করে উত্তর কোরিয়ায় স্ট্রবেরি ফ্লেভারড দুধ ও কফি পাঠিয়েছিল পোক্কা ইন্টারন্যাশনাল। যে পরিমাণ পণ্য ওইসময় সেখানে পাঠানো হয়েছিল, বর্তমানে তার বাজারমূল্য ১০ লাখ ডলার।
মামলার নথি অনুযায়ী, চোরাই পথে উত্তর কোরিয়ায় এসব পণ্য পাঠানোর সঙ্গে যেসব ব্যক্তি ও গোষ্ঠী যুক্ত তাদের কাছে এসব পণ্য বিক্রি করেছিল কোম্পানিটি।
জানা গেছে, এই বিক্রয় থেকে কোনো কমিশনও নেননি ফুয়া জে হি। কেবল কোম্পানির বিক্রয় টার্গেট পূরণের জন্যই এ কাজ করেছিলেন তিনি।
নথিতে আরও বলা হয়, ২০১৪ সালে একজন গ্রাহক ফুয়াকে কিমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিম সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এরপর দূতাবাসের অন্য একজন কর্মচারীর সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। সেই পরিচয়ের জেরেই এই চালান গিয়েছিল পোক্কা ইন্টারন্যাশনাল থেকে।