গোল্ড এটিএম বুথের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টরা। ছবি: ইন্ডিয়া টুডে
টাকার পাশাপাশি এটিএম বুথে কার্ড পাঞ্চ করলে এখন থেকে মিলবে সোনাও। সম্প্রতি এমনই এক এটিএম বুথ চালু হয়েছে ভারতের হায়দ্রাবাদে। এই বুথ থেকে আধা গ্রাম থেকে শুরু করে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ তুলতে পারবেন গ্রাহকরা। ভারতে এ ধরনের এটিএম বুথের উদাহরণ এটিই প্রথম।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, সাধারণত অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথে মানুষ যায় টাকা তুলতে। কিন্তু এখন থেকে এটিএম মেশিন থেকে তোলা যাবে সোনাও। সম্প্রতি এ রকম একটি এটিএম বুথ ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ নগরীতে স্থাপন করেছে ‘গোল্ডসিক্কা প্রাইভেট লিমিটেড’ নামের একটি সোনা ব্যবসায়ী প্রতিষ্ঠান।
ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে এই বুথ থেকে প্রয়োজনীয় সোনা তুলতে পারবেন গ্রাহকরা। ভারতে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। এটিএম বুথ স্থাপনে গোল্ডসিক্কা লিমিটেডকে কারিগরি সহায়তা দিয়েছে ওপেন কিউব নামের একটি আইটি স্টার্টআপ কোম্পানি।
সাধারণ এটিএম বুথের মতোই রাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে এই গোল্ড এটিএম বুথ। প্রতিবার কার্ড পাঞ্চিংয়ে আধা গ্রাম থেকে শুরু করে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ তুলতে পারবেন গ্রাহকরা। পাঁচ কেজি পর্যন্ত সোনা রাখা যাবে একেকটি এটিএম মেশিনে। যাদের কোনো ব্যাংকের এটিএম কার্ড নেই, তাদের জন্য প্রিপেইড ও পোস্টপেইড স্মার্টকার্ড সার্ভিসও চালু করেছে প্রতিষ্ঠানটি।
এটিএম বুথটিতে রয়েছে একটি ইলেকট্রনিক ডিসপ্লে, যেখানে প্রদর্শিত হয় সোনার সবশেষ দাম। ফলে গ্রাহকরা জানতে পারেন স্বর্ণের বাজারের আপডেট। গোল্ডসিক্কা কোম্পানির দাবি, তাদের এটিএম বুথে সোনা মিলবে বাজারের সর্বনিম্ন দামে। পাশাপাশি এখানে বিক্রি হবে শুধু ২৪ ক্যারাটের সোনা, যাকে বাজারের সবচেয়ে বিশুদ্ধ সোনা হিসেবে বিবেচনা করা হয়।
নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ছাড়াও এটিএম বুথটিতে রয়েছে ইন্টারনাল অ্যালার্ম সিস্টেম। কেউ যদি বুথে প্রবেশ করে সোনা লুটের চেষ্টা করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে বেজে উঠবে অ্যালার্ম। এই অ্যালার্ম সিস্টেমের সঙ্গে সংযোগ রয়েছে স্থানীয় পুলিশ স্টেশনেরও।
আপাতত নিজেদের প্রধান কার্যালয় হায়দ্রাবাদের বেগামপেট-এ এটিএম বুথটি স্থাপন করেছে গোল্ডসিক্কা। শিগগিরই আরও কয়েকটি স্থানে এই বুথ স্থাপন করার কথা জানিয়েছে তারা। সব মিলিয়ে ভারতজুড়ে এ ধরনের আরও তিন হাজার এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ। স্বর্ণালঙ্কারকে সৌভাগ্য ও অর্থবিত্তের প্রতীক হিসেবে দেখা হয় দেশটিতে। ভারতীয়দের মধ্যে এই এটিএম বুথ সাড়া ফেলবে, এমনটাই প্রত্যাশা গোল্ড এটিএমের উদ্যোক্তাদের।