বিক্ষোভ মিছিল থেকে বিএনপির এক কর্মী আটক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল কুমিল্লায় পুলিশের বাধায় পণ্ড হয়েছে।
এ সময় পুলিশের ধাওয়ায় কবির নামে একজন বিএনপিকর্মীকে আটক করে পুলিশ।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পূর্ব কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল শুরু করেছিলাম। তৎক্ষণাৎ পুলিশ এসে আমাদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়। আমাদের একজন কর্মীকে আটক করে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন বলেন, যাতে করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে আমরা নজরদারি করেছি। বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল। বিক্ষোভ মিছিলের কারণে যাতে নগরীতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা না হয় সেজন্য আগে থেকে আমরা তাদের বাধা দিয়েছে।