নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
নয়াপল্টনে সংঘর্ষের দিন পুলিশ ব্যাগে করে বোমা রেখে উল্টো বিএনপির ওপর দায় চাপিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালিয়েছে পুলিশ। বিএনপি মহাসচিবকে সেদিন ঢুকতেও দেয়া হয়নি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ২০ দলীয় জোট নেতারা বিএনপি কার্যালয় পরিদর্শনে আসলে তাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম খান।
নজরুল অভিযোগ করে বলেন, সরকারের আচরণে আশঙ্কা তৈরি হওয়ার কারণে ১০ ডিসেম্বরের আগে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীরা জড়ো হলে ৭ ডিসেম্বর পুলিশ আক্রমণ চালায়, দলীয় কার্যালয় ভাঙচুর করে, অনেককে আহত করা হয়, গ্রেফতার করা হয়। অফিসে লুটপাট চালানো হয়। অসামাজিক কায়দায় মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়।
তিনি বলেন, গত কয়েকদিনে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সভা সমাবেশের সুযোগ রাখছে না সরকার।
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির এখনো নিখোঁজ অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গত ৮ ডিসেম্বর উত্তরার রেডিক্যাল মেডিকেল থেকে তুলে নিয়ে যাওয়ার পর তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়। পরদিন সেখানে তার স্ত্রীর সঙ্গে কথাও হয় মুসাব্বিরের। কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত আদালতে পুলিশ পাঠায়নি। তেজগাঁও থানা এ ঘটনা অস্বীকার করছে।
মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চায় তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার রক্ষায় আন্দোলনে আছে। বিএনপির আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন নজরুল।
এ সময় তিনি সরকারকে নোংরা রাজনৈতিক খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভেতরে অস্থিরতা, দুর্বলতা প্রকাশ পেয়েছে। তাই বিএনপির ওপর সরকারের আক্রমণের মাত্রা বেড়ে গেছে।