প্রতীকী ছবি
রাজধানীর বিমানবন্দর এলাকায় মিজানুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তবে তার কাছ থেকে কিছু নিতে পারেনি প্রতারক চক্রটি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি চালক মো. মিজান মোল্ল্যা জানান, বিমানবন্দর এলাকায় ওই ব্যক্তি তার অটোরিকশায় ওঠেন। তিনি বঙ্গবাজার এলাকায় যাবেন বলে জানান। তখন তার সঙ্গে আরও ২-৩ ব্যক্তি ছিলেন। কিন্তু ওই ব্যক্তি চালকের কানে কানে বলেন- তিনি একা, তার সঙ্গে যারা আছে তারা কেউ তার পরিচিত না। তখন তাকে সিএনজিতে ওঠানোর পর অজ্ঞাতনামা ওই ব্যক্তিরাও তার সিএনজিতে উঠতে চায়। বিষয়টি সন্দেহ হলে তাদের না উঠিয়ে ওই ব্যক্তিকে সেখান থেকে নিয়ে আসেন। বঙ্গবাজার এলাকায় পৌঁছালে তখনও তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে গিয়ে ওই ব্যক্তির পকেট থেকে ১ লাখ ২৪ হাজার টাকা এবং মোবাইল ফোন পাওয়া যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির পকেটে এক লাখ চব্বিশ হাজার টাকা পাওয়া গেছে। এটি এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন। তাকে স্টোমাকওয়াশ করানোর পর ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যদেরও খবর দেয়া হয়েছে।
মোবাইল ফোনের মাধ্যমে মিজানুর রহমানের ভাগ্নে মো. সোহাগ জানান, তাদের বাড়ি নেত্রকোনা সদরের বড়বাজার এলাকায়। এলাকাতে মিজানুর রহমানের চারটি পোশাক বিক্রির দোকান রয়েছে। সেই মালামাল কেনার জন্যই ভোরে নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। তার সঙ্গে আনুমানিক দেড় লাখ টাকা নিয়ে এসেছিলেন। প্রতি সপ্তাহে তিনি মালামাল কেনার জন্য ঢাকায় আসেন।