রংপুরের দমদমা এলাকায় এনা পরিবহনের একটি নৈশকোচে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর দমদমা লক্ষণপাড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় আবুল কাশেম ওরফে হাশেম নামে একজনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কক্সবাজার-কুড়িগ্রামগামী এনা পরিবহনের একটি কোচে রংপুরে ইয়াবার একটি বড় চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা দমদমায় এনা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে কাশেম নামের একজন সন্দেহভাজনকে আটক করি। পরে কাশেমের ব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরিদর্শক আসলাম আলী মণ্ডল আরও বলেন, রংপুরের ইতিহাসে এখন পর্যন্ত এটাই ইয়াবার সবচেয়ে বড় চালান। আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের এই চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় কাশেমকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।