ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ আশরাফুল ইসলামসহ সংগঠনের সদস্যদের ওপর হামলাকারী দৃর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১২ ডিসেম্বর) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর একটি চক্র ধারাবাহিকভাবে আক্রমণ চালাচ্ছে। আইনের ফাঁকফোকরে ওই সব হামলাকারী পার পেয়ে যাওয়ায় বার বার ঔদ্ধত্য দেখানোর দুঃসাহস পেয়েছে।
তারা বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমকে আক্রমণকারী চক্রের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে ডিইউজে পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
এদিন রাজধানীর নর্দার কালাচাঁদপুর এলাকায় হামলার শিকার হন ডিইউজের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সদস্য অমিতাভ রহমান, মনসুর আহমদ, সোহেল রানা, নির্মল কুমার বর্মণ।