বিএনপি-জামায়াতের বোমাবাজি অগ্নিসন্ত্রাস দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে।
বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ইউনিট আওয়ামী লীগের নেতারা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সাবেক বাণিজ্য মেলার মাঠে এ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
আওয়ামী লীগ ছাড়াও এ সমাবেশে যোগ দিতে দেখা যায় দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এসময় তারা বিএনপি-জামায়াত বিরোধী নানা স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে প্রবেশ করেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।