কেআইবি মিলনায়তনে অ্যাওয়ার্ড পাওয়া সাংবাদিকরা
‘বিকাশ-ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১২ সাংবাদিক। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সাংবাদিকদের হাতে বর্ষসেরার ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
১০৩টি প্রতিবেদন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১২টি প্রতিবেদন নির্বাচিত হয়। মান, তথ্যের উপস্থাপন ও কৌশল বিবেচনায় রেখে নির্বাচন করা হয় সেরা প্রতিবেদন।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা প্রত্যেকে একটি করে ক্রেস্ট ও এক লাখ টাকার স্মারক চেক গ্রহণ করেন।
যে ১২ সাংবাদিক পুরস্কার পেয়েছেন
সামষ্টিক অর্থনীতি (ম্যাক্রো ইকোনমি-প্রিন্ট) ক্যাটাগরিতে পুরস্কার পান দৌলত আক্তার মালা। একই ক্যাটাগরিতে টিভি রিপোর্টিংয়ে মো. হাসানুল আলম শাওন এবং অনলাইনে মো. শাহ আলম খান।
ক্যাপিটাল মার্কেট ক্যাটাগরিতে প্রিন্ট-অনলাইনে ফখরুল ইসলাম হারুন, টিভিতে পুরস্কার পান আলমগীর হোসাইন।
ব্যাংক ও ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার জিতেছেন সানাউল্লাহ সাকিব তনু ও মৌসুমী ইসলাম (প্রিন্ট, অনলাইন)। একই ক্যাটাগরিতে সেরা টিভি প্রতিবেদনের জন্য নির্বাচিত হয়েছেন বাবু কামরুজ্জামান।
অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে আরিফুর রহমান (প্রিন্ট, অনলাইন, টিভি)।
প্রাইভেট সেক্টর ক্যাটাগরিতে যৌথ প্রতিবেদনের জন্য জাহাঙ্গীর শাহ কাজল ও শুভঙ্কর কর্মকার (প্রিন্ট, অনলাইন, টিভি)।
আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স (ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড রেমিট্যান্স) ক্যাটাগরিতে মো. শফিকুল ইসলাম (প্রিন্ট, অনলাইন, টিভি)।
এগ্রো ইকোনমি ক্যাটাগরিতে সানাউল্লাহ সাকিব তনু (প্রিন্ট, অনলাইন, টিভি)।
রাজস্ব (রেভিনিউ সেক্টর) ক্যাটাগরিতে জাহাঙ্গীর শাহ কাজল (প্রিন্ট, অনলাইন, টিভি)।
এবার জুরি হিসেবে দায়িত্বপালন করেন সাংবাদিক সাইফুল আমিন, খাজা মঈন উদ্দিন এবং ওয়ালিউর রহমান মিরাজ।
দেশের অর্থনীতি বিটের সাংবাদিকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে প্রতি দুই বছর পর পর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইআরএফ।