পেপ গার্দিওয়ালা। ছবি: সংগৃহীত
এতদিন নিজেদের দেশের কোচকেই নিয়োগ দিয়ে এসেছে ব্রাজিল। কিন্তু এবার নাকি প্রথা বদলাতে যাচ্ছে লাতিন আমেরিকার জায়ান্টরা। শোনা যাচ্ছে, ব্রাজিলের বাইরে কোচ নিয়োগের চেষ্টা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এজন্য বার্সেলোনার সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওয়ালার সঙ্গে যোগাযোগও করতে যাচ্ছেন তারা।এতদিন নিজেদের দেশের কোচকেই নিয়োগ দিয়ে এসেছে ব্রাজিল। কিন্তু এবার নাকি প্রথা বদলাতে যাচ্ছে লাতিন আমেরিকার জায়ান্টরা। শোনা যাচ্ছে, ব্রাজিলের বাইরে কোচ নিয়োগের চেষ্টা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এজন্য বার্সেলোনার সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওয়ালার সঙ্গে যোগাযোগও করতে যাচ্ছেন তারা।
এবার স্পেনের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামীবার বিশ্বকাপ ট্রফি জিততে গার্দিওয়ালার দিকে ঝুঁকছে দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। যদিও গত মাসেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন গার্দিওয়ালা। ইংলিশ ক্লাবটিতে ২০২৫ পর্যন্ত থাকবেন তিনি। লোভনীয় কাজ ছেড়ে তিনি ব্রাজিলের জাতীয় দলের কোচিং করাতে আসবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।
ব্রাজিল ফুটবল সংস্থার প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেস নতুন কোচ নিয়োগ করার দায়িত্বে। তিনি আগে বুঝে নিতে চাইছেন যে বার্সেলোনায় মেসিকে কোচিং করানো গার্দিওয়ালা ব্রাজিলের দায়িত্ব নিতে রাজি হবেন কি না। তারপর প্রস্তাব যাবে তার কাছে।
আগামী বছরের মাঝামাঝি সময় ছাড়া ব্রাজিলের কোনো ম্যাচ নেই। তাই নতুন কোচ নিয়োগ নিয়ে খুব তাড়াহুড়া করছে না তারা। সেরা বিকল্প খুঁজে নেয়াই লক্ষ্য সেলেসাওদের।
এদিকে, জাতীয় দলের কোচিং স্টাফেও বড় বদল আনছে সিবিএফ। শুধু তিতেই না, তার কোচিং দলে থাকা জুনিনহোও চলে যাচ্ছেন। গার্দিওয়ালাকে না পাওয়া গেলে ব্রাজিলের ক্লাব পামেরাসের কোচ আবেল ফেরেইরাকে নিয়োগ দেয়া হতে পারে।
ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ অথবা গ্রেমিওর রেনাতো গাওচোর সঙ্গে যোগাযোগ করা হতে পারে। দৌড়ে রয়েছেন ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাশনালের মানো মেনেজেস, ফ্ল্যামেঙ্গোর দোরিভাল জুনিয়রও। এমনকী, ব্রাজিলে না পাওয়া গেলে আর্জেন্টিনার সাবেক কোচ জর্জ সাম্পাওলিকেও প্রস্তাব দেয়া হতে পারে।