বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ কয়লার ব্যবহার কমানোর লক্ষ্যে ভিয়েতনামকে ১৫৫০ কোটি ডলার সহায়তা দিচ্ছে। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভিয়েতনাম এ সহায়তা পেল। বুধবার (১৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বের ধনী দেশগুলোর জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার চাপ বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করে উন্নয়নশীল এবং দারিদ্র্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে ক্রমশ তুলনামূলক সবুজ ও টেকসই জ্বালানি খাতে নিজেদের এগিয়ে নিতে পারে।
মোট ১৫৫০ কোটি ডলার অর্থ সহায়তার মধ্যে অর্ধেক সরাসরি ভিয়েতনাম সরকারকে দেয়া হবে। বাকি অর্ধেক দেশটির বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগ হিসেবে আসবে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এ অর্থ ছাড় করবে জি-৭ ভুক্ত দেশগুলো।