ওয়ানডের পর বাংলাদেশের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে চট্টগ্রামে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই টেস্ট দিয়ে বাংলাদেশের পক্ষে অভিষেক হচ্ছে ওপেনার জাকির হাসানের।
ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। পছন্দের ফরম্যাটে প্রত্যাশিত পারফরম্যান্স দেখানোর পর টাইগারদের সামনে এবার টেস্টের চ্যালেঞ্জ।
টেস্ট ক্রিকেটটা এখনো ভালোভাবে রপ্ত করে উঠতে পারেনি টাইগাররা। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই জয়ের পর আর কোনো জয় নেই। মাঝখানে এই সাগরিকায় শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ড্র করাটাই শেষ সাফল্য। ভারতের বিপক্ষে প্রথম চ্যালেঞ্জে টস হেরে গেছে টাইগাররা। ব্যাটিং উইকেটে অনুমিতভাবেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শক্তিশালী ভারত।
অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে বাংলাদেশের হয়ে টস করতে নেমেছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ইকবালের অনুপস্থিতিতে টাইগার একাদশে নতুন মুখ হিসেবে অন্তর্ভূক্তি হয়েছে জাকির হাসানের। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার পুরস্কার হিসেবে দলে জায়গা পেলেন তিনি।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বরাবরই নড়বড়ে। ভারতের বিপক্ষে ১১ টেস্টে কখনোই জয়ের স্বাদ পাওয়া হয়নি। ৫টিতেই হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। ৬ মাস পর এ ফরম্যাটে যখন ফিরছে দলটা, তখনও খুব একটা আশার কিছু নেই। বড় দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটারদের অফফর্ম। তারপরও ডমিঙ্গো বাহিনী অনুপ্রেরণা খুঁজছে ওয়ানডে সিরিজ জয় থেকে।
হেডকোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমাদের মেনে চলতে হবে ক্রিকেটাররা যেন শৃঙ্খলা মেনে চলে, ধৈর্য ধরে খেলে, চাপের মুখে যেন শান্ত থাকে। এটা নিশ্চিত থাকতে পারেন যে, আপনারা আমাদের কাছ থেকে অঙ্কে আগ্রাসী ক্রিকেট দেখবেন।’
এই টেস্টে দলে নেই পেসার তাসকিন আহমেদ। লম্বা সময় ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিনের ওপর চাপ কমাতে ঝুঁকি নিতে চায়নি দল। তাই সাগরিকার ব্যাটিং স্বর্গে বিশ্রামে থাকছেন তিনি। বাংলাদেশ কোচ ডমিঙ্গো বলেন, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। কিছুটা বিরতির পর ফিরেছে সে। ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড়দিন তার জন্য বল করা ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে খেলানো হবে না। ‘
এদিকে চট্টলায় ভারত পাচ্ছে না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। নেই বুমরাহ-শামির মতো অভিজ্ঞ বোলাররা। তবুও কোহলি-রাহুলদের চওড়া ব্যাটে বাংলাদেশের আধিপত্য ধরে রাখতে চায় টিম ইন্ডিয়া। এই ভেন্যুতে ক’দিন আগে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে তারা। প্রথমবারের মতো ওয়ানডেতে চারশ’র বেশি রান দিয়েছে বাংলাদেশের বোলাররা। এবার টেস্টেও বড় স্কোরের লক্ষ্য সফররতদের।
ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেন, ‘এই উইকেটে আমরা এরই মধ্যে একটি ম্যাচ খেলেছি। সে উইকেটটা ভালো ছিল, ফ্ল্যাট ছিল। আমরা বুঝতে পারছি ২০ উইএট নেওয়া কঠিন হবে। তাই আমরা উইকেট দেখে তিন পেসার অথবা তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, নাজমুল হাসান শান্ত, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।