যশোরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোর শহরের রায়পাড়ার বধ্যভূমি ও তৎসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার দোয়াদার, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় পাশে বধ্যভূমি স্মৃতিস্তম্ভেও শ্রদ্ধাঞ্জলি জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিএনপি ও তার অঙ্গসংগঠন, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।
এ ছাড়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শপথবাক্য পাঠ করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। এ সময় রাষ্ট্র ও সমাজ থেকে একাত্তরের পরাজিত শক্তির মূল উৎপাটনে ঐক্যবদ্ধ থাকার শপথ করান সংগঠনের সদস্য সাজ্জাদুর রহমান খান বিপ্লব।