ডুবে যাওয়া জাহাজ থেকে পাওয়া জিন্স। ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে পুরোনো জিন্স বিক্রি হয়েছে ১ লাখ ১৪ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি ১ কোটি ১৭ লাখ টাকায়। জিন্সটি ১৮৫৭ সালে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে ডুবে থাকা ট্রাঙ্কের ভেতর থেকে খুঁজে পাওয়া গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, সাদা রঙের এই জিন্স যুক্তরাষ্ট্রের বিখ্যাত জিন্স নির্মাতা লেভি স্ট্রসের তৈরি। লেভি ছিলেন বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে সুপরিচিত জিন্স নির্মাতা। উদ্ধার করা পুরোনো ওই জিন্সে পাঁচটি বোতাম রয়েছে।
তবে অনেকেই দাবি করছেন, এটি লেভি স্ট্রসের তৈরি করা জিন্সের চেয়েও বেশি পুরোনো। কারণ স্ট্রস ১৮৭৩ সালে প্রথম জিন্স তৈরি করেন। সেই সময়ের খনি শ্রমিকদের ব্যবহারের জন্য এই জিন্স প্যান্ট তৈরি করা হয়েছিল।
এদিকে এই প্যান্টটি নিলামে তোলার পর ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলারে তা বিক্রি হয়। যা বাংলাদেশ টাকা ১ কোটি ১৭ লাখ টাকারও বেশি। এটি ডুবে যাওয়া জাহাজের কোনো শ্রমিকের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কোম্পানিটির ইতিহাসবিদ এবং আর্কাইভ ডিরেক্টর ট্রেসি পানেক বলেছেন, তাদের উৎপত্তি সম্পর্কে যেকোন দাবিই হল “জল্পনা”।
তবে এটি কোনো খনি শ্রমিকের প্যান্ট, এমনটা মানতে নারাজ ইতিহাসবিদ ট্রেসি পানেক। তার মতে এই জিন্স স্ট্রসেরও তৈরি নয়।
ক্যালিফোর্নিয়া গোল্ড মার্কেটিং গ্রুপের ম্যানেজিং পার্টনার ডুইট ম্যানলি বলেন, “এই খনির জিন্সগুলি চাঁদের প্রথম পতাকার মতো, যা ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত।”
যাই হোক, প্যান্টটি যে ১৮৫৭ সালের ১২ সেপ্টেম্বরের আগে তৈরি সে কথা মানছেন সবাই। কারণ জাহাজটি সেদিনই ডুবে গিয়েছিল।