সেমিফাইনালে দলের খেলা দেখতে সমর্থকদের টিকেট দেবে মরক্কো
মরক্কো সেমিফাইনালে ওঠায় দুই হাজার টিকিট বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছে মরক্কোর ফুটবল ফেডারেশন। আর তা পেতে আল জানুব স্টেডিয়ামেই তাঁবু গেড়েছে মরক্কো থেকে আসা সমর্থকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে একটি টিকেটের জন্য। কারো মধ্যে কোনো ক্লান্তি নেই। সেমিফাইনাল জিতলেই স্বপ্ন সত্যি হবে মরক্কানদের।
সামর্থ্য প্রমাণ করে শেষ চারে মরক্কানরা। ওরা এখন আর সাইলেন্ট কিলার না। বরং এটলাস লায়নরাই এখন বড় দল। যেভাবে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালকে হারিয়েছে ওরা। তাতে সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে হাকিম জিয়েশ, আশারাফ হাকিমিরা।
কাতার বিশ্বকাপ টিকে থাকা শেষ আফ্রিকান প্রতিনিধি মরক্কো। দল ভারি করতে মরক্কো থেকে ৩০টি বিমান উড়ে গিয়েছে কাতারে। হাজার হাজার ভক্ত সমর্থকরা টিকিটে আশায় অপেক্ষা করছেন স্টেডিয়াম প্রাঙ্গণে। ফুটবলপাগল মানুষের ভালোবাসা দেখে যে কারো মন কাড়বে। টিকিটের আশায় আল জানুব স্টেডিয়ামের পাশেই তাঁবু গেড়ে পরিবার-পরিজন নিয়ে অপেক্ষা করছেন টিকিটের জন্য।
টিকেটের সন্ধানে থাকা এক সমর্থক বলেন, ‘আমি তিন দিন ধরে এখানে আসছি। কেবল একটা টিকিটের আশায়। কিন্তু পাচ্ছি না।’
আর একটা ম্যাচ জিতলেই স্বপ্নের ফাইনালে উঠে যাবে মরক্কো। এমন ম্যাচে মাঠে থেকে দলকে সমর্থন করা তো চাই। এক সমর্থকের ভাষায়, ‘একটা টিকিট পাওয়া এখন স্বপ্নের মত। আর একটা ম্যাচ জিতলেই আমরা ফাইনাল খেলব। ওদেরকে সমর্থন করতে স্টেডিয়ামে থাকা চাই।’
মরক্কো সেমিতে ওঠায় ফিফার সাহায্য নিয়ে মরক্কোর ফুটবল ফেডারেশন দুই হাজার টিকিট বিনামূল্যে বিতরণের ঘোষণা দিয়েছে। সেই টিকিটের জন্যই সবার এত অপেক্ষা। যদি লাইনে দাড়িয়ে একটি টিকিট পাওয়া যায়। তবেই সুযোগ মিলবে ইতিহাসের সাক্ষী হওয়ার।
এক মরক্কান সমর্থক বলেন, ‘জানি না খেলা দেখতে পারব কি না। তবে মাঠের বাইরে থেকে হলেও দলকে সাপোর্ট করে যাব। ইতিহাস গড়তে খুব বেশি দূরে নই আমরা। তার সাক্ষী হতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আমরা।’