ফাইল ছবি
চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাট করছিলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শুভমান গিল। ব্যাটিং সহায়ক উইকেটে খুব বেশি বেগ পেতে হচ্ছিল না সফরকারীদের। তবে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে বাংলাদেশকে সুযোগ দিলেন শুভমান গিল। সুযোগ লুফে নিতে ভুল করেনি টাইগাররা।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (১৪ ডিসেম্বর) ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম সেশনে দারুণ ব্যাট করতে থাকা লোকেশ রাহুল-শুভমান গিলের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ১৪তম ওভারের দ্বিতীয় বলে তাইজুলকে সুইপ শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শুভমান গিল। সহজ ক্যাচ লুফে নিয়ে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন ইয়াসির আলী রাব্বি। ৪০ বলে ২০ রান করেন গিল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪২ রান।