লক্ষ্মীপুরে আহত প্রবাসীর স্ত্রী জেসমিন।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনায় পাঁচ ব্যক্তির নাম উল্লেখসহ আরও চারজনকে আসামি করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী ওই গৃহবধূর স্বজনরা।
এর আগে বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন: ফারুক হোসেন, আবুল কালাম, সুমন হোসেন, আবুল খায়ের, হোসেন আহম্মদ। তারা সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শহর কসবা গ্রামের বাসিন্দা।
আহত জেসমিন একই এলাকার ওমান প্রবাসী মো. হাছানের স্ত্রী। তিনি বর্তমানে জেলা সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে জেসমিনদের সঙ্গে অভিযুক্ত ফারুকদের বিরোধ চলছিল। এ নিয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা চলমান রয়েছে। ওই মামলায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ইউপি তহশিলদারসহ এসিল্যান্ড অফিস থেকে কয়েকজন তদন্তে যান। তদন্ত শেষে তারা চলে যান।
এরপর জেসমিন বাড়ির দিকে যাচ্ছিলেন। স্থানীয় সাহাব উদ্দিনের দোকানের সামনে পৌঁছালেই অভিযুক্তরা তার ওপর মারধর করে। এ সময় লোহার জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি তাকে পেটানো হয়। এতে তার মাথায় জখম হয়। এ ছাড়া চোখের নিচে, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। একপর্যায়ে গলা টিপে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। অভিযুক্তরা তার গলা থেকে এক ভরি ওজনের (প্রায় ৮০ হাজার টাকা) একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বক্তব্য জানতে চেষ্টা করেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে হামলাকারীরা আত্মগোপনে রয়েছেন।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল কাশেম বলেন, বিকেলে ঘটনাস্থলে ইউপি ভূমি কর্মকর্তা পর্যবেক্ষণে যান। তিনি আসার পরই জেসমিনকে প্রতিপক্ষরা পিটিয়ে আহত করে। ঘটনাটি দুঃখজনক।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলু বলেন, ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীর পরিবারকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।